December 6, 2023, 9:57 pm

কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

 

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

বিনিয়োগে অগ্রধিকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও নারী উন্নয়ন সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নিবাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান দিপালি রানী ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, সংগীতশিল্পী কণিকা সরকার, নারী নেত্রী মাফুজা খানম প্রমুখ। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ৬টি নারী সংগঠনকে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। সংগঠন গুলি হল উপজেলা লেডিস ক্লাব ৩০ হাজার টাকা, প্রেরণা নারী উন্নয়ন সংগঠন ৩০ হাজার টাকা , মিশন মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার টাকা, আমার কুটির মহিলা সংস্থা ২৫ হাজার টাকা, দুর্জয় নারী উন্নয়ন কমিটি ২৫ হাজার টাকা, ও ঊষা মহিলা উন্নয়ন কমিটি ২৫ হাজার টাকা। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিকরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর