নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খাজরা ইউনিয়নে বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য অতি-দরিদ সদস্যদের সহজে দ্রত ভাতাভোগীর আওতায় আনার লক্ষ্যে উন্নয়ন প্রচেষ্টা খাজরা বাজার শাখার উদ্যোগে ইউপি পরিষদ বর্গসহ স্থানীয়দের সাথে এক সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কনিবার(৩০ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান রামপদ সানার সভাপতিত্বে পিপিইপিপি-ইইউ প্রকল্পেরআওতায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ইইউ এবং পিকেএসএফ এর সহযোগিতায় এ সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত হয়।
সম্পৃক্তকরণ সভায় উন্নয়ন প্রচেষ্টার সহকারী টেকনিক্যাল অফিসার সোহেল আমানের সঞ্চলনায় বক্তব্য প্রদান করেন উন্নয়ন প্রচেষ্টার টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান,গনমাধ্যম কর্মী নুরুল ইসলাম প্রমুখ।
এসময় ইউপি সদস্য রওশনারা বেগম,তহমিনা বেগম,সাবেক ইউপি সদস্য অনুপ কুমার সানা,আওয়ামীলীগ নেতা রিপন হোসেনসহ বিভিন্ন উপকারভোগী,গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
সম্পৃক্তকরণ সভায় অতি-দরিদ্র ব্যক্তিগন কিভাবে সহজে ভাতাভোগীর আওতায় আনা যায় সে ব্যাপারে বিস্তর আলোচনা করেন। সভায় আরো জানা যায়,বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী,মাতৃত্বকালীন ভাতাভোগীদের খাজরা ইউনিয়নে তাদের ব্যবহৃত নগদ একাউন্টের ওটিপি হ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রতারক চক্র। নিজেদের নগদ একাউন্ট সুরক্ষিত রাখতে ওটিপি প্রদান থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন।
Leave a Reply