December 3, 2023, 2:52 pm

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা 

 

 

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও পরে পুলিশ সুপারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রওশন আলী, সহ-সভাপতি শেখ মিয়রাজ মাহমুদ, সাধারণ সম্পাদক মো. রজব আলী, সহ-সাধারণ সম্পাদক ফজর আলী মন্ডল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (শহীদ), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফজলু রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ গাজী, কার্যকরী সদস্য মতিয়ার রহমান, মো. রফিকুল ইসলাম রফিক, মো. রায়হান গাজী প্রমুখ।

 

মতবিনিময়কালে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাজার পরিচালনা করতে পারে সে জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর