December 6, 2023, 9:41 pm

সংস্কৃতি চর্চা মানুষের মনকে পুলকিত করে : দীপংকর তালুকদার এমপি

মাসুম বাবুল: রাঙ্গামাটি সংস্কৃতি চর্চা মানুষের মনকে আনন্দিত ভাবেব বড় করে। কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ এর মাধ্যমে নতুন নতুন প্রতিভা বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সোমবার (৩১ জুলাই) বিকেল ৫ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই সঙ্গীত প্রতিভা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুমন দে এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল সাব্বির আহমেদ এএসসি, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসেন প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০২৩ এর আহবায়ক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ডা: প্রবীর খিয়াং, সদস্য সচিব ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা।উল্লেখ : গত ৩ জুন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা গানের চর্চার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি চর্চা বিকাশে কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়। এতে ২ শতাধিক বাংলা গানের শিল্পীর পাশাপাশি মারমা, তনচংগ্যা, চাকমা, খিয়াং, পাংখোয়া, বম ও ত্রিপুরা ভাষার শতাধিক প্রতিযোগী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর