December 3, 2023, 1:08 pm

এম মনিরুজ্জামান মনিরের পিএইচডি ডিগ্রি লাভ

ওকে

 

হাফিজুর রহমান শিমুলঃ

যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান মনির পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ আমেরিকা, লন্ডন (আইইউএ) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল, দ্যা ইম্পাক্টস অফ দ্যা নিউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি অন বিজনেস এন্টারপ্রেনিউরশীপ। উল্লেখ্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান মনিরুজ্জামান মনির পড়াশুনার জন্য ২০০৯ সালে যুক্তরাজ্যে যান। সেখানে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ আমেরিকা থেকে আইনশাস্ত্রে গ্রাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ইউনিভার্সিটি অফ নর্থাম্পটন থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ বিষয়েও উচ্চতর কোর্স সম্পন্ন করেন।

এম মনিরুজ্জামান পড়াশুনার পাশাপাশি লন্ডনে এবং বাংলাদেশে ব্যাবসার সঙ্গেও জড়িত। একইসঙ্গে সাতক্ষীরায় নিজের এলাকায় বিএনপির রাজনীতিতেও তিনি সক্রিয় রয়েছেন এবং বিএনপির চলমান একদফা আন্দোলনে দেশ ও বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন । রাজনীতি করার কারণে এলাকায় একধিকবার হামলা মামলার শিকার হয়েছেন। দুই সন্তানের জনক ড. মনিরুজ্জামান মনিরের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে। ভবিষ্যতে জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে নিজেকে তিনি আজীবন সম্পৃক্ত রাখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর