December 6, 2023, 8:02 pm

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত 

 

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে এইসএসসির প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার(৮ অক্টোবর) বেলা ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু’র সভাপতিত্বে প্রদান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কলেজ এর উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালেজের পরিচালনা পর্ষদের সদস্য ওহিদুর রহমান ছোট, কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, হাজী তফিল উদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ শফিউল্যাহ প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর