December 6, 2023, 8:28 pm

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সেবা নিতে যেয়ে রোগীর স্বজনেরা অসুস্থ হয়ে পড়ছে

 

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে সেবা নিচ্ছেন রোগী ও রোগীর স্বজনেরা। সোমবার ৯ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে তীব্র গরমে রোগীর নিয়ে সেবা নিতে যেয়ে স্বজনেরাই অসুস্থ হয়ে পড়ছে। লক্ষ্য করা যায় একটি ফ্যানের নিচে ২০ থেকে ৫০ জন লোক কেউবা বসে কেউবা দাঁড়িয়ে আছে। কোন কোন ফ্যান দীর্ঘদিন নষ্ট অবস্থায় পড়ে আছে। মেডিকেল হাসপাতালের পরিচালক শীতল কুমার চৌধুরী কোন খোঁজ খবর রাখে না। নষ্ট ফ্যানগুলো মেরামতের ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করে না। উদাসীন ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। এ নির্দেশ মানার ব্যাপারে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক গাফিলাতি রয়েছে। লক্ষ্য করা যায় ডাক্তার এবং স্টাফদের দরজা তালা বন্ধ রুমের জানালার গ্লাস দিয়ে দেখা যায় ফ্যান গুলো অবিরাম ঘুরছে। মনে হয় খালি চেয়ার-টেবিল গুলো ফ্যানের বাতাস খাচ্ছে। অথচ রোগীর স্বজনদের বসার স্থানগুলোতে ফ্যানগুলো প্রায় বেশিরভাগই নষ্ট অবস্থায় পড়ে আছে। সেবা নিতে আসা রোগীর স্বজনেরা তীব্র গরমে বৃদ্ধ, শিশু ,মহিলা, তীব্র গরমে কষ্ট পাচ্ছে। এ যেন এক কারবালার প্রান্তর। এ যেন দেখার কেউ নেই। অবিলম্বে ভুক্তভোগীরা আশা করছে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর