December 3, 2023, 3:16 pm

দেবহাটায় বিøস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে বিজ্ঞান মেলা

 

 

স্টাফ রিপোর্টার: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রায় অবস্থিত ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান বিøস ইন্টারন্যাশনাল আ্যকাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দেবহাটা উপজেলা শাখার ক্যাম্পাসে দিনব্যাপী বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তি বিষয় মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের পরিচালক কবির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিøস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি সাতক্ষীরা ক্যাম্পাসের প্রিন্সিপাল মোহাম্মদ নুর আলম সিপন, বিøস ইন্টারন্যাশনাল আ্যকাডেমী দেবহাটা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাহিদ আল ফারুক, উপাধ্যক্ষ একে মাহাবুব এলাহী, শিক্ষক মাহফুজুর রহমান, তানজিনা কবির, জান্নাতুন নেছা, ফারিহা সুলতানা, সোনালী খাতুন, সাদিয়া আফরোজ, বেল্লাল হোসেন, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান, হালিমুজ্জামান, হোস্টেল সুপার মকজুল হোসেন, হিসাবরক্ষক আবুল বাশার সহ সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক স্টলের আয়োজন করা হয়। পরে নির্বাহী অফিসার স্টলগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থাপনায় মুগ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর