December 6, 2023, 8:17 pm

খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের নেতৃত্বে ফটিকখালী বিলের পানি নিঃষ্কাশন

নুরুল ইসলাম,খাজরা (আশাশুনি) প্রতিনিধি) আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফটিকখালী ও নয়াবাদ বিলের গত একমাস ধরে বর্ষা মৌসুমে কালকীর ¯øুইজ গেট বন্ধ হওয়ায় বর্ষার পানিতে কয়েক হাজার বিঘা আমন ধানের বিল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। চলতি আমন ধান রোপনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম অবশেষে উক্ত বিলের পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করেছেন।বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম নিজে উপস্থিত থেকে ফটিকখালী মাঝের পাড়ায় রাস্তা কেটে কলগহি স্থাপন করে পানি নিঃষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করেছেন। এসময় আশাশুনি উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী,ইউপি সদস্য খায়রুল ইসলাম,রামপদ সানা,মফিজুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানার মাধ্যমে জানা যায়,ফটিকখালী বিলের জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে ফটিকখালী মাঝের পাড়ায় রাস্তা কেটে মজবুত কলগহি স্থাপন করে পাশ^বর্তী মোজাফ্ফর হোসেনের মৎস্য ঘেরের খাল দিয়ে গদাইপুর ¯øুইজ গেট দিয়ে খোলপেটুয়া নদীতে ফেলানো হবে। সকাল থেকে স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা কেটে কলগহি তৈরী করা হয়েছে। কলগহি তৈরীর পর তা ভাল ভাবে স্থাপন করা হয়েছে।এবিষয়ে ভাইচ চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান,কালকীর ¯øুইজ গেট বন্ধ হওয়ায় ফটিকখালী,রাউতাড়া,খালিয়া ও গোয়ালডাঙ্গা বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বর্ষার পানিতে গৎুয়াকাটি গ্রাম প্লাবিত হওয়ার সংবাদ ও পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান কে সঙ্গে নিয়ে সারা দিন ফটিকখালী বিলের পানি নিঃষ্কাশন ব্যবস্থা করেছি। পরবর্তীতে কালকীর গেটের মুখের পলি অপসারণ করে বাকী বিল গুলোর পানি নিঃষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহন করা হবে।খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন,ফটিকখালী বিলের হাজার হাজার বিঘা আমন ধান প্রান্তিক কৃষকরা যাতে ভালভাবে রোপন করতে পারে সেজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগনকে সাথে নিয়ে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করছি। এবং শুক্রবার সকালে বাকী বিলগুলোর জলাবদ্ধতা কিভাবে দূর করা যায় সে বিষয়ে স্থানীয়দের মাইকিং করে পরিষদে আসার ব্যবস্থা করেছি। স্থানীয়দের সাথে পরামর্শ করে জলাবদ্ধতার দূর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি সকলকে সহযোগিতার করার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর