-
- অর্থনীতি
- বেনাপোল পৌরসভার নগর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্টিত
- আপডেটের সময় : October, 16, 2023, 2:35 pm
- 83 দৃশ্য
মোঃ আইয়ুব হোসেন পক্ষী , বেনাপোল প্রতিনিধিঃ- বেনাপোল পৌরসভার নগর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল পৌরসভার সভা কক্ষে প্রথম এই কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় UGIAP বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহন ,কোভিড-১৯ প্রকল্প সংক্রান্ত আলোচনা, পরিচ্ছন্ন কর্মীদের নিবাসের জায়গা নির্বাচন নিয়ে আলোচনা, অত্যাধুনিক মডেল হাসপাতাল নির্মান, যানজট নিরসন, ফুটপাত দখল, ল্যাম্পপোস্ট মেরামত, ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় ৷
বেনাপোল পৌরসভার নয়টি ওয়ার্ডের উন্নয়ন ও আগামীতে কি করনীয় সেসব নিয়ে TLCC এর নির্বাচিত সদস্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মোঃ মোস্তাক হোসেন, আলী কদর সাগর, ডাঃ আব্দুর রহিম, কাউন্সিলর কামাল হোসেন, জুলফিকার আলী মন্টু, ডাঃ শাহাবুদ্দিন মন্টু, জান্নাতুল ফেরদৌস রোজী, মোঃ আব্দুল জলিল সহ আরো অনেকে।
এই সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, পৌরসভার নির্বাহি প্রকৌশলী মোশারেফ হোসেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ, বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনাপোল পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম রনি ৷
উপজেলা প্রশাসনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল অনুষ্ঠান থাকায় সময়ের অভাবে TLCC এর সভায় বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন যোগদান দিতে না পারায় তার পক্ষ থেকে উপস্থিত সদস্যবৃন্দদের কাছে পৌরসভার সচিব দুঃখ প্রকাশ করেন৷
এই বিভাগের আরও খবর
Leave a Reply