December 3, 2023, 1:49 pm

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন 

 

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা ঃ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ ও তাদের পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার

সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট বক্তা রস্তম আলী তাওহিদী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,

মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোতাহার হোসেন মুমিন, মাওলানা মোতাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

ইসরায়েলের পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। তারা অসংখ্য মসলিম নারী, শিশু ও পুরুষকে নির্বিচারে হত্যা করেছে। যা খুবই দুঃখজনক। বক্তারা এ সময় হুশিয়ারী দিয়ে

বলেন, ফিলিস্তিনদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ইসরায়েলকে কঠোর মূল্য দিতে হবে। মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করেছিল ঠিক সেভাবে ইসরায়েলকেও নত করতে বাধ্য করা হবে। চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এর কোন সমাধান নেই।

বক্তারা এ সময় অতিবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবী জানান। আর এজন্য সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর