December 3, 2023, 2:51 pm

শ্যামনগরে পরোয়ানাভুক্ত আসামিসহ ৭জনকে আটক করেছে থানা পুলিশ

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার শ্যামনগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৩ আসামিসহ ৭জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শ্যামনগর থানা পুলিশ। পরে শুক্রবার (৪ আগষ্ট) আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। শ্যামনগর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামি, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় শ্যামনগরের শেখ সুন্নত আলীসহ তিনজন ও একজনকে নিয়মিত মামলায় আটক করা হয়। আটককৃতরা হলেন আবাদ চন্ডিপুর এলাকার আঃ হাকিম গাজীর ছেলে মোঃ সুমন(২২), ব্রহ্মশাসন এলাকার আদম আলী স্ত্রী মোছাঃ আয়েশা বেগম, সদর ইউনিয়নের নকিপুর মাজাট গ্রামের মৃত জলিল শেখের ছেলে শেখ সুন্নত আলী (৪৮), উত্তর কদমতলা এলাকার মোঃ আঃ রহিম গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫), নুরনগর ইউনিয়নের দুরমুজখালী এলাকার আলহাজ্ব আঃ মজিদ গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৯), হরিনগর চুনকুড়ি এলাকার আহম্মদ আলী গাজীর ছেলে জামাল গাজী (৫৫)। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক সন্ত্রাসী সহ বিভিন্ন মামলার আটককৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর