December 3, 2023, 2:16 pm

কালিগঞ্জে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

 

 

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলায় কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এ বছরও ২০২৩-২০২৪ অর্থবছরে রবি ২০২৩-২৪ মৌসুমে প্রাণদোনা কর্মসূচির আওতায় কৃষকদের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক প্রকৃত আগ্রহী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ:লীগের সিনিঃ সহ- সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ শফিউল্লাহ প্রমূখ। উপজেলায় গম ১৫০ জনকে, ভুট্টো ৬০ জনকে, সূর্যমুখী ১০০ জনকে, খেসারি ১০০ জনকে ও সরিষা বীজ ১৮শ জনকে প্রদান করা হবে। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর