December 6, 2023, 9:28 pm

র‍্যাব’ র পৃথক অভিযানে ১০৮ বোতল ফেন্সিডিল সহ ৪জন গ্রেফতার

মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোরে পৃথক তিনটি অভিযানে ১০৮ বোতল ফেন্সিডিল ও একজন নারী সহ ০৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব -৬(যশোর) সদস্যরা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কার্যালয়ের অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক ” প্রেস রিলিজ”এ জানিয়েছেন, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।

“যশোর জেলার বেনাপোল থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে মাদক ব্যবসায়ীরা অবৈধ পথে মাদকদ্রব্য ফেন্সিডিল আমদানি করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা দল মাদক বিরোধী অভিযান পরিচালনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ইং ২১/১০/২০২৩ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৭ নং চুড়ামনকাঠি ইউনিয়নের ০৫ নং ওর্য়াডস্থ চুড়ামনকাঠি গ্রামের ব্রাক অফিসের পশ্চিম পার্শ্বে ঝিনাইদাহ টু যশোর মহাসড়কের উপর হইতে আসামী ১। মোছাঃ হালিমা বেগম @ ময়না(৩২), পিতা- শেখ মতিয়ার রহমান, মাতা- মোছাঃ রেনু বেগম, স্বামী-মোঃ তৈয়ব আলী, সাং-খোড়কী (গাজীর বাজার ), থানা- কোতয়ালী, জেলা -যশোর,কে, ৪৮ বোতল ফেন্সিডিলসহ, ২২/১০/২০২৩ তারিখ রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ডস্থ বোয়ালিয়া টু শাখারীপোতা বাজারগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী ২। মোঃ মনিরুল ইসলাম(৩৩), পিতা- মৃত নজরুল ফকির, মাতাঃ সাইদুন্নেছা সাং- ধান্নো খোলা ,০৪ নং ওয়ার্ড, বাহাদুরপুর ইউপি,থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর,কে ৪৮ বোতল ফেন্সিডিল ও যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ভবেরবেড় নামক স্থানের পাকা রাস্তার উপর হতে আসামী ৩। মাছুম শেখ (২৫), পিতা- মৃত: সালাউদ্দিন শেখ, মাতাঃ মৃত: আলেয়া বেগম, সাং- ভবেরবেড়,পশ্চিম পাড়া, ০৬ নং ওয়ার্ড, বেনাপোল পৌরসভা ও আসামী ৪। বাশার (৪৮), পিতা- মৃত: শামছুল বেপারী , মাতা- হাজের বেগম, সাং- ভবেরবেড়, ০৬নং ওয়ার্ড, বেনাপোল পৌরসভা, উভয় থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর দের নিকট হতে ১২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ সর্বমোট চার জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে। তিনটি পৃথক অভিযানে সর্বমোট ১০৮ বোতল ফেন্সিডিলসহ চারজন আসামী গ্রেফতার কারা হয়”।

“উদ্ধারকৃত আলামত সহ আসামীদেরকে যশোর জেলার কোতয়ালী মডেল ও বেনাপোল থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর