December 3, 2023, 1:22 pm

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ক্যাপ্টেন শহীদ শেখ কামাল’র ৭৪ তম জন্মদিন পালন”

“স্টাফ রিপোর্টার :সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ৫ আগস্ট শনিবার সকাল ১০টায় প্রশাসনিক ও বিজ্ঞান ভবনে সরকারি নির্দেশনা মোতাবেক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন শেখ কামাল এর প্রকৃতিতে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে আলোচনা রাখেন ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নৃপেন্দ্রনাথ স্বর্ণকার, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন। শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী সারাবান তহুরা এবং গীতা পাঠ করেন ব্যবসায় শিক্ষা শাখা ২য় বর্ষের শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্য বাসুদেব দাশ।শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল সহ ১৫ আগস্ট ১৯৭৫ এ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং একে অপরের তথা দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী। এ সময় কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ফেরদৌসী পপি, শিক্ষক মো: শাহানুর রহমান, আলহাজ্জ মো: আকরাম হোসেন, স্বপন কুমার মন্ডল, আলহাজ্জ মো: মাসুদ করিম, রনজন কুমার মন্ডল, অভিজিৎ কুমার বসু, মো: আজিজুর রহমান,বৈদ্যনাথ মন্ডল, দৌলতুন্নেছা পারুল,রিতা রানী, পারভীন সুলতানা, মোহাম্মদ তৌহিদুজ্জামান, আবু জাফর সিদ্দিকী, মো: আত্তাবুজ্জামান মধু, মোস্তফা আবু রায়হান সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, সিয়াম এর নেতৃত্বে সু-সজ্জিত রোভার স্কাউট সদস্যবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে শেখ কামাল এর ৭৪ তম জন্মদিনের কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর