স্টাফ রিপোর্টার: দেবহাটায় একরাতে দুই পরিবারকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। শুক্রবার রাতে উপজেলার চাঁদপুরে আব্দুল্যাহ গাজী নামক মাছ ব্যবসায়ী এক ও পারুলিয়াতে সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মৃত্যুঞ্জয় কর্মকারের বাড়িতে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে।
দুষ্কৃতিকারীদের দেয়া চেতনানাশকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ মাছ ব্যবসায়ী আব্দুল্যাহ গাজী (৬৫) এবং প্রভাষক মৃত্যুঞ্জয় কর্মকারের বৃদ্ধা মা উষা কর্মকার (৭৫) এবং কাকি উষা রানী (৭০)।
চাঁদপুরের মাছ ব্যবসায়ী আব্দুল্যাহ গাজী জানান, কয়েকমাস আগে উপজেলার ঘুঘুডাঙ্গার জুয়াড়ি মনিরুল, রাজ্জাক ও গনি তার কাছে দুটি চেইন ও একজোড়া কানের দুল বন্ধক রেখে টাকা ধার নেয়। সম্প্রতি টাকা পরিশোধের কথা থাকলেও তারা পরিশোধ করেনি। বৃহষ্পতিবার সন্ধ্যার পর রাজ্জাক কিছু খাবার ও মিষ্টি আব্দুল্যাহ গাজীর বাড়ি পাঠিয়ে দেন। ওই খাবার খাওয়ার পর ঘুমিয়ে যান আব্দুল্যাহ ও তার স্ত্রী রোজিনা। সকালে প্রতিবেশিরা তাদের বাড়ির আলমারি ভাঙা এবং অচেতন অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে। পরে তারা উভয়কে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে পারুলিয়ার প্রভাষক মৃত্যুঞ্জয় কর্মকারের স্বজনরা জানান, কয়েকদিন আগে মৃত্যুঞ্জয় কর্মকার স্বপরিবারে ভারতে গিয়েছিলেন। এই সময়ে বাড়িতে তার বৃদ্ধা মা ও কাকিমা থাকতেন। শুক্রবার সকালে প্রতিবেশিরা তাদের বাড়ির গ্রীল কাটা এবং দুই বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করেন। তাদের ধারনা রাতে ঘুমানোর পর দুষ্কৃতিকারীরা চেতনানাশক স্প্রে করে বৃদ্ধাদ্বয়কে অচেতন করে গ্রীলকেটে ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন বলেন, ভারি মাত্রায় চেতনানাশক ব্যবহারের ফলে দুটি পরিবারের সদস্যরাই অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এখনও তারা প্রায় অচেতন অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে জ্ঞান ফিরলেও ঠিকঠাক কথা বলতে পারছেনা।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, চাঁদপুরের মাছ ব্যবসায়ীকে অজ্ঞান করে লুটের ঘটনায় যারা ওই পরিবারকে খাবার ও মিষ্টি পাঠিয়েছিল তাদেরকে সন্দেহ করছে ভুক্তভোগী পরিবার ও পুলিশ। কিন্তু পারুলিয়ার মৃত্যুঞ্জয় প্রভাষকের বাড়ি লুটের ঘটনা এখনও ধোয়াশাচ্ছন্ন। পুলিশ সার্বক্ষনিক তদন্তে কাজ করছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Leave a Reply