স্টাফ রিপোর্টার: দেবহাটায় অভিযান চালিয়ে সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি থানার সিআর ৩৫১/২৩ মামলার আসামী দেবহাটার সেকেন্দ্রা গ্রামের সাদেক আলী গাজীর ছেলে শিমুল হোসেন গাজী (২৮) ও দেবহাটা থানার সিআর ২৮৫/২২ মামলার আসামী জগন্নাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফয়সাল আহমেদ (৩০)।
শনিবার ভোররাতে দেবহাটা থানার এএসআই খন্দকার জাহিদুর রহমান ও এএসআই রহমান হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।
Leave a Reply