December 3, 2023, 1:04 pm

দেবহাটার ইউএনও ইয়ানুর রহমানের বিদায় সংবর্ধনা

 

 

স্টাফ রিপোর্টার: দেবহাটা থেকে সদ্য বদলির আদেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ানুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার (২ নভেম্বর) দেবহাটা অফিসার্স ক্লাবে উপজেলায় কর্মরত সরকারি অফিসাররা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন বদলির আদেশপ্রাপ্ত ইউএনও মো. ইয়ানুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী সহ সকল সরকারি দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর