December 6, 2023, 9:11 pm

নানা আয়োজনে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত 

 

 

 

আরিফুল ইসলাম আশাঃ

২০১৩-১৪ সালের সাতক্ষীরা আর বর্তমান ২০২৩ সালের সাতক্ষীরার ভিতরে আকাশ-পাতাল পার্থক্য। এজন্য কলঙ্কিত সালকে মনে রাখতে চায়না সাতক্ষীরাবাসী। যারা শান্ত সাতক্ষীরাতে বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-এর আলোচনা সভায় বক্তারা এবস কথা বলেন বক্তারা।

শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের পিপিএম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ-সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ্ আল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা পুলিশের ডিআইও ওয়ান মোঃ ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলামসহ জেলাপুলিশের উদ্ধর্তন কর্মকর্তারাসহ স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা অরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্বকে আরও শিথিল করেছে কমিউনিটি পুলিশিং কমিটি। শহর থেকে গ্রাম পর্যায়ে এই কমিটি থাকাতে এখন ছোটখাটো যেকোন বিষয় পুলিশিং কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব।

২০১৩-১৪ সালে সাতক্ষীরাতে জামায়াত-শিবিরের নারকীয় তান্ডবের কথা টেনে বক্তারা বলেন, একটা সময় সাতক্ষীরা মানে আতঙ্ক ছিল। ওইসময় এ জেলাতে অনেক মানুষের প্রাণ হারাতে হয়েছে স্বাধীনতা বিরোধীদের কাছে। তারা আবারও নতুন করে হত্যার মিশনে নেমেছে। যার উদাহরণ গত ২৮ অক্টোবরে ঘটে যাওয়া একাধিক ঘটনা। ওইদিনের ঘটনায় পুলিশের পাশাপাশি প্রাণ হারাতে হয় এক সাংবাদিককে। তারপরেও তারা থেমে থাকেনি। হরতাল-অবরোধ দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত। তবে সাতক্ষীরাতে হরতাল-অবরোধের বিন্দুমাত্র কোন প্রভাব পড়েনি। এ জেলার মানুষ তাদের ঘৃর্ণার সাথে প্রত্যাখান করেছে। এজন্য সাতক্ষীরাবাসী কলঙ্কিত ২০১৩-১৪ সালকে মনে রাখতে চাইনা। বরং যারা সাতক্ষীরাতে পুনরায় কলঙ্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এজেলার মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এর আগে সকাল ১১ টায় জেলা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশং কমিটির আয়োজনে সাতক্ষীরা সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের এসে শেষ হয়। র‍্যালি শেষে ফেস্টুন ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর