মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ- যশোরের বেনাপোল পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য দেলোয়ার হোসেন ওরফে দেলু মেম্বারের চাচা সোহরাব হোসেন (৫৫) কে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের একটি মাছের ঘের থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহরাব কদমতলা বারোপোতা গ্রামের মৃত রজ্জোত আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাছের ঘের থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন কে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply