কাপ্তাই (রাঙ্গামাটি)প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২২ নম্বর আপষ্টিম জেটি ঘাটে বুধবার ১১.৩০ মিনিটে হোটেল হ্যাপিনেস রিসোর্ট এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রাঙ্গামাটি ২৯৯ আসনের মাননীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষণীয় জায়গা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জেলায় পর্যটকরা ভ্রমন করতে আসে। তারা যেন আমাদের থেকে সুন্দর সেবা এবং ব্যবহার পায়। আমার হাত ধরা প্রায় দুই ডজন খানেক হোটেল ও রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। তাই আমি হোটেলে ও রিসোর্ট মালিকদের বলবো তারা যেন সাশ্রয়ী মূল্যে পর্যটকদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: মফিজুল হক। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা ,কৃষকলীগ নেতা আখতার হোসেন,সাবেক ছাত্রলীগের সভাপতি এম এম নুর উদ্দিন সুমন, মেম্বার আল মামুন সহ আওয়ামী লীগ, আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। হোটেল হ্যাপিনেস হিল রিসোর্ট এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন আমাদের এই হ্যাপিনেস হিল রিসোর্টে পর্যটকদের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সহ পর্যটকদের জন্য এসি রুম সুবিধা সহ সকল সুযোগ সুবিধা রয়েছে।
Leave a Reply