December 6, 2023, 9:59 pm

৮৬ শিক্ষার্থীর ফরম ফিলআপের টাকা দিলেন বড়দল ইউপি চেয়ারম্যান 

 

 

 

শাহিনুর ইসলাম, আশাশুনি থেকে ঃ আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের সকল এস,এস,সি শিক্ষার্থীর ফরম ফিল আপের টাকা প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনের সময় বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ঘোষণা করেছিলেন যে, তিনি আগামী ২ বছরের জন্য সকল ছাত্রছাত্রীদের বেতন, সেশান চার্জ, প্রশ্ন ফিসের টাকা এবং এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিল আপের টাকা পরিশোধ করবেন। কোন শিক্ষার্থীকে টাকা দিতে হবেনা। ওয়াদা মোতাবেক চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা স্কুলের প্রধান শিক্ষকের কাছে ৮৬ জন এস,এস,সি পরীক্ষার্থীর ফরম ফিল আপের টাকা প্রদান করেছেন।

ওয়াদা পুরন করে ২য় বারের মতো বিপুল পরিমাণ টাকা প্রতিষ্ঠানে তুলে দেওয়ায় স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারীমন্ডলীসহ এলাকাবাসীর মধ্যে নতুন অনুভূতির অবতারনা লক্ষ্য করা গেছে। তার এহেন মহতি উদ্যোগে শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে।

উল্লেখ্য গত বছর ৯৬ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিল আপের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং সকল শিক্ষার্থীদের বেতন, সেশান চার্জ ও প্রশ্ন ফিস বাবদ ৬৫ হাজার টাকা প্রদান করেন।

এছাড়া ফকরাবাদ জেবি বালিকা বিদ্যালয়ে ৪লক্ষ টাকা বরাদ্দে নতুন টিনশেড ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানান চেয়ারম্যান জগদীশ সানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর