নিজস্ব প্রতিনিধি,বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলার বালাঘাটা বৌদ্ধ অনাথালয়ে শুক্রবার বিকাল তিনটায় “লন্ টেনিস একাডেমি”টেনিস কোর্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মং ঊষাথোয়াই। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের পরিচালক (বিবিও) ভান্তে উ: তিশিন্দ্রীয় থেরো,ডা: মং ঊষাথোয়াই। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান অনাথালয়ের সহ সভাপতি শৈনং মং। পার্বত্য ভিক্ষু পরিষদ সভাপতি উ:পয়ঞা নাইন্না। সাংস্কৃতিক কর্মী ক্যাসামং এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার চাইসুইল্লা,উদিচি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী। এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজ সেবক অংচোমো,সমাজ সেবক থোয়াইচপ্রু ।টেনিস খেলোয়ার নুখ্যাইউ মারমা বলেন,এই টেনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খেলার মধ্য দিয়ে আমাদের মানষিক বিকাশ ও স্বাস্থ্যের জন্য খুবই অত্যাবশ্যকীয়। অনুষ্ঠানের সভাপতি ও দাতা ডা: মং ঊষাথোয়াই বলেন, আমি চিকিৎসা সেবার পাশাপাশি বালাপাড়ায় অবস্থিত বান্দরবান অনাথালয়ে লন টেনিস কোর্ট তৈরি করে তাদেরকে টেনিস খেলায় পারদর্শী করবো। যাতে এখানকার খেলোয়াড় খেলায় দক্ষতা অর্জন করে দেশে এমনকি বিদেশে খ্যাতি অর্জন
করতে পারে। এ সময় বান্দরবান অনাথলয়ের সকল শিক্ষার্থী ডা: মং ঊষাথোয়াই প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই মহান উদ্যোগের প্রশংসা করেন। টেনিস কোর্টটি ৭৮ ইঞ্চি লম্বা এবং ৩৬ ইঞ্চি চওড়া।
অনুষ্ঠানের মাঝে ক্যারাতে প্রদর্শন করেন সাক্যাসিং,ল্খুইসেউ,সানু,উষুমে,ডনুপ্রু। পরিশেষে তিনটি দলে গানের সাথে নৃত্য পরিবেশন করেন ১ম দলে ডমিউ মারমা,উওয়ে সিং মারমা,অংসাথুই মার্মা, সুনন্দা মার্মা নুখ্যাচিং মার্মা,উনইশৈ মার্মা। ২য় দলে উনুয়ি মার্মা, সিংস্রথুই মার্মা ,স্লায়ইখুই মার্মা ,ওম্যাচিং মার্মা । ৩য় দলে নিত্য পরিবেশন করেন, মে ওয়াংচিং মার্মা, মাক্যপ্রু মার্মা ,মাঅংসাই মার্মা ,ডমেউ মার্মা।
Leave a Reply