December 3, 2023, 2:09 pm

নলতা আহসানিয়া মিশনের আজীবন সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান আর নেই

হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য, চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব একে এম মনিরুজ্জামান আজ(৬ আগষ্ট) রবিবার দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের সি.এস.সি.আর হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুম মনিরুজ্জামান হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ছোট ভাই খানবাহাদুর মোবারক আলীর পৌত্র, হজরত গফুর শাহ্ আল্ হোচ্ছামি (র.) এর দৌহিত্র- জামাতা ছিলেন। অন্যদিকে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর চতুর্থ পুত্র হজরত নাজমুল উলা সাহেবের জামাতা ছিলেন। সন্ধ্যায় মনিরুজ্জামান কে চট্টগ্রামস্থ বাসভবনের সামনে কদম মোবারক জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে জন্মস্থান পবিত্র নলতা শরীফে রওনা হবে। আগামী কাল নলতা শরীফে তাঁকে সমাহিত করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নলতা আহসানিয়া মিশন কর্তৃপক্ষ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর