December 6, 2023, 8:36 pm

সাতক্ষীরায় ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টারে উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

 

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : “ডায়াবেটিস এর ঝুঁকি সমূহ এবং এর প্রতিরোধে করনীয় সম্পর্কে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টার সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার(১৪ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা রোড মোড় হতে এক র‌্যালি বের হয়ে পলাশপোলস্থ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টার চত্তরে আলোচনা সভা মিলিত হয়।

ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টার সাতক্ষীরার চেয়ারম্যান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ শেখ মাহমুদুল হাসান (মুক্তার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও চ্যানেল আই টেলিভিশনের প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক জ্যোসনাদত্ত, জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ডি আর আর এ এর ডেপুটি ম্যানেজার আনজির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ আমান, প্রভাষক ডাঃ হাফিজুর রহমান। আলোচনা সভা শেষে ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টার সাতক্ষীরার এমডি আকবর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর