December 6, 2023, 8:53 pm

দেবহাটায় আয়ান ব্রিকসে শীতকালীন মৌসুমের ইট প্রস্তুতের উদ্বোধন

 

 

স্টাফ রিপোর্টার: দেবহাটার মেসার্স আয়ান ব্রিকস-এ শীতকালীন মৌসুমের নতুন ইট প্রস্তুতের উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) অপরাহ্নে উপজেলার দক্ষিণ পারুলিয়ার জেলিয়াপাড়াতে অবস্থিত ব্রিকফিল্ডে দোয়া অনুষ্ঠান পরবর্তী চুল্লীতে ব্যবহৃত জ্বালানি কয়লা’র স্তুপে আগুন জ্বালিয়ে এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়ান ব্রিকসের স্বত্তাধিকারী আলহাজ্ব মো. সাহেব আলী। এসময় ব্রিকসের পরিচালক আলহাজ্ব মো. ইনজামামুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উন্নতমানের মিষ্টি মাটির ইট প্রস্তুতে উপজেলায় শীর্ষ স্থানীয় জিগজ্যাগ ইট ভাটার অবস্থান ধরে রেখেছে আয়ান ব্রিকস। মানসম্মত ইট প্রস্তুতের কারনে সাম্প্রতিক সময়ে সরকারি বরাদ্দে দেবহাটা উপজেলায় বাস্তবায়িত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নির্মাণে ব্যবহৃত ইটের বেশিরভাগই আয়ান ব্রিকসের ইট ব্যবহার করে উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর