নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী শ্যামাকালী পূজা ধর্মীয় ভাব ও গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শ্যামাকালী পূজা উপলক্ষ্যে খাজরা ইউনিয়নের পারিশামারীতে গ্রাম বাংলার ঐতিহ্য পালাগান ও ফটিকখালীতে কয়েক গ্রামের প্রতিমা একত্রিত করে আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ নভেম্বর) দিবাগত রাতে ৪নং ওয়ার্ডের পারিশামারী গ্রামে ৭৮তম পারিশামারী ডাক্তারবাড়ির বাৎসরিক শ্যামাকালী পূজা উপলক্ষ্যে মৃত ডাঃ জগৎ চন্দ্র রায়ের স্মৃতি স্মরণে গ্রাম ডাঃ কৃষ্ণপদ রায়ের সার্বিক আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য পালা গান অনুষ্ঠিত হয়। পালা গানে খুলনাস্থ বাউল শিল্পী রিনা পারভীন ও তার বয়াতি ও আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের বাউল শিল্পী কামরুল ইসলাম ও তার বয়াতিরা নারী-পুরুষেরা পালাগান পরিবেশন করেন। হারিয়ে যেতে বসা পালাগান আবারও এলাকায় হবে এমন সংবাদ পেয়ে পালাগান প্রিয় দর্শকদের উপস্থিতি ছিল সব চেয়ে বেশি।
অন্য দিকে ফটিকখালীতে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে ফটিকখালী প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে ফটিকখালী,গজুয়াকাটি,রাউতাড়া,বাইনতলাসহ প্রায় ১০টি গ্রামের প্রতিমা একত্রিত করে আড়ংমেলা উদযাপন করা হয়েছে। আড়ং মেলায় বিভিন্নরকম আতষ বাজি প্রদর্শন করা হয়। মেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কাঠামারীতে শ্যামাকালী পূজা উপলক্ষ্যে গ্রাম যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম।
কাঠামারীতে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন,কাঠামারী গ্রামের মা বোনেরা,বাবারা আমার আত্বার বন্ধন আছে। কাঠামারীর চারপাশে সাতক্ষীরা ৩ আসনের এমপি ডাঃ আফম রুহুল হক স্যারের মাধ্যমে আমি কার্পেটিং রাস্তাসহ পাকা রাস্তা করে দিয়েছি। আপনারা আপনাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন নির্বিঘেœ। কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে আসলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। তারা যতই শক্তিশালী হোক না কেন আমি তাদের প্রতিহত করব। সর্বোপরি তিনি আগামাী দ্বাদশ জাতীয় সংসদে আবারও জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।
Leave a Reply