December 3, 2023, 2:00 pm

খাজরায় ফ্রেন্ডশীপ সংস্থার দ্বি-মাসিক সভা

 

নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের ম্যানগ্রোভ প্রকল্পের সদস্যদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৫ নভেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রামপদ সানা সভাপতিত্বে এ দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডশীপের ম্যানগ্রোভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ ইকবাল মাহমুদের সঞ্চলানায় এ দ্বি-মাসিক সভায় বনায়ন সম্পূর্কে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন ম্যানগ্রোভ সংস্থার প্রজেক্ট ম্যানেজার,মোঃ হামিদুর রহমান,সংবাদ কর্মী নুরুল ইসলাম প্রমুখ।

এসময় ইউপি সদস্য তহমিনা বেগম,রবিউল ইসলাম সবুজ,ম্যানগ্রোভ প্রকল্পের সদস্য রবীন সরকার,বজলুর রহমান,গনমাধ্যম কর্মী সুব্রত গোলদার,এনজিও কর্মী বিশ^জিত হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,খাজরা ইউনিয়নের পিরোজপুরে কপোতাক্ষ নদের চরে প্রায় ৪.৫ হেক্টর জমিতে ফ্রেন্ডশীপের বনায়ন প্রকল্প প্রায় ৩ বছর ধরে চলছে। প্রকল্পে কেওড়া,বাইন,খলসী গাছের চারা রোপন করা হয়েছিল। গাছগুলো এখন অনেক বড় হয়েছে। ইতিমধ্যে কেওড়া গাছে কেওড়া ফল ধরা শুরু করেছে। গাছগুলো সঠিকভাবে দেখাশুনা করে বড় করতে পারলে এর উপকার এলাকাবাসী পাবে। বক্তরা আরও বলেন এ্ বনায়নের ফলে এক দিকে যেমন নদী ভাঙন রোধ করবে অন্য দিকে বনায়নের ফল,কাঠ সংগ্রহ করে উপকারভোগীরা প্রত্যক্ষভাবে লাভবান হবে।

দ্বি-মাসিক সভায় ফ্রেন্ডশীপের এই বনায়ন প্রকল্প সঠিকভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর