বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো: আশাশুনিতে এক মাদক ব্যবসায়ীসহ চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এএসআই মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুড়িকাহুনিয়া গ্রামের শফি উদ্দীন গাজীর ছেলে ইমদাদুল গাজী (২৭)কে মাদক বিক্রয়ের সময় ২০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় ১০(০৮)২৩ মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই আমিনুল ইসলাম, এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর পরোয়ানা-৫০/২৩ এর আসামী কালিকাপুর গ্রামের সামছুর গাজীর ছেলে মোঃ সোহরাব গাজী, জিআর পরোয়ানা-১৫৭/১৭ এর আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে মোঃ জহুরুল ইসলাম গাজী, প্রতাপনগর গ্রামের হায়াত আলী সরদারের ছেলে মোস্তাকিন সরদারকে নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে এদিন দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply