স্টাফ রিপোর্টার: দেবহাটায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই শোভন দাশ, এসআই শফিকুল ইসলাম ও এএসআই আব্দুর রহিম গাজীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের রজব গাজীর ছেলে হযরত আলী (২২), দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাক সরদারের ছেলে রওশন আলী (৫৮), মোহাম্মাদ আলীপুর গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে মজনুর রহমান (৪২) এবং এনামপুর গ্রামের আনছার আলী ওস্তাগারের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।পুলিশ জানায়, গ্রেপ্তার আসামীরা সহিংসতা মুলোক কর্মকান্ডে সম্পৃক্ত। তারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় গত ৬ এপ্রিল দেবহাটা থানায় দায়েরকৃত একটি মামলা এবং ২৭ মে দায়েরকৃত ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/২০০২) এর ৪/৫/৬ ধারায় অপর আরেকটি মামলার আসামী।গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে এসকল আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।
Leave a Reply