স্টাফ রিপোর্টার: মৎস্যঘেরে মাছ চুরিতে বাঁধা দেয়ায় ঘের মালিক পরিবারকে পেটানো দেবহাটার টিকেট এলাকার চোরচক্রের হোতা সঞ্জয় মন্ডল মন্টু (৪৫) কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহষ্পতিবার মামলার শুনানীকালে সঞ্জয় মন্ডলের আইনজীবি তার জামিনের আবেদন করলে বিচারক আমলী আদালত-৭ এর জুডিশিয়াল ম্যাজিট্রেট মহিদুল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কুলিয়ার টিকেট গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের মৎস্যঘেরে একই এলাকার সঞ্জয় মন্ডল, পুরাঞ্জন মন্ডল ও দেবজ্যোতি মন্ডলসহ স্থানীয় একটি চোরচক্র। চুরিতে বাঁধা দেয়ায় গত ৬ জুলাই ঘের মালিক নৃপেন্দ্র মন্ডল, তার স্ত্রী সুষমিতা মন্ডল ও ছেলে তপু মন্ডলকে পিটিয়ে গুরুতর জখম করে চোরচক্রটি। এনিয়ে ওই চোরচক্রের বিরুদ্ধে দেবহাটা থানায় ও আদালতের নির্দেশে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী ঘের মালিক পরিবার। মুলত ওই মামলার বিচারকার্য চলাকালে সঞ্জয় মন্ডল মন্টুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
Leave a Reply