মোঃ আকবর হোসেন,তালা সাতক্ষীরা তালায় দিনে দুপুরে চুরির ঘটনায় মোঃ ইয়াছিন মীর(২৩) নামের ১ জনকে আটক করেছে তালা থানা পুলিশ। সে খুলনা জেলার চুকনগর থানার ইকবাল মীর এর পুত্র। বর্তমান সাতক্সীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে, চর ধুলান্ডা গ্রামের মায়ের ২য় স্বামী ইসলাম গাজীর বাড়ীতে বসবাস করে। ২ বৎসর আগে মায়ের কাছে তালায় এসেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে । চোর ইয়াছিন মীর তালা বাজারে সোশাল ইসলামী ব্যাংকের সামনে, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সবুর দোকান হতে, ডারবী,নেভী এবং শেখ সিগারেট চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এ সময় তার কাছে সুপারি কাটা জাতী,নতুন পুরাতন জিলেট ব্লেট পাওয়া যায়। ইয়াছিন জানায় তার স্ত্রীর পা ভেংগে গেছে Jষধ কেনার জন্য সে জীবনে প্রথম চুরি করেছে। আগে গাড়ীতে হেলপারী করতো বলে জানাই,এ বিষয়ে তালা থানার অফিসার্স ইনচার্জ চৌধুরী রেজাইল করিম ও এস আই আই মনিরুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন, জিঞ্জাসাবাদে বিস্তারিত জানা যাবে ৷
Leave a Reply