December 6, 2023, 9:31 pm

দেবহাটায় প্রতিষ্ঠানিক মাতৃদুগ্ধ কর্ণার প্রতিষ্ঠা ও করণীয় বিষয়ক সভা

দেবহাটা প্রতিনিধি: “কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি” স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানিক মাতৃদুগ্ধ কর্ণার প্রতিষ্ঠা ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজিত এ সভা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ইপিআই (এমটি) সালাউদ্দীন আহম্মেদ, পরিসংখনবীদ মামুন-অর রশীদ, এএইচআই ওহিদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, ইউপি সদস্য হাসিনা খাতুন, সাস সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনোজ কুমার ও শামিমা খাতুন সহ কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা এবং পরিচালনা কমিটির সদস্যরা। এসময় প্রতিটি কর্মক্ষেত্রের পাশাপশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া মা ও শিশুর পুষ্টি নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর