মনরুলঃ সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ১২ আগস্ট শনিবার গভীর রাতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এই চুরি হয়েছে অয়ন কুমার সাধুর মুদির দোকানে । সরজমিন গিয়ে দেখা যায়, দোকানের এ্যলবেষ্টারের চাল ভেঙে ভিতরে ঢুকে কে বা কারা নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ভালুকা চাঁদপুর বাজারে দীর্ঘ দিন সুনামের সহিত মুদি ব্যবসা পরিচালনা করে আসা নয়ন কুমার সাধুর বলেন, সম্প্রতি কয়েক জন ক্রেতার কাছে দীর্ঘদিনের পাওনা টাকা চাওয়ায় কথা কাটাকাটি ও মনোমালিন্য হয় ঠিক তার কয়েক দিন পরে এই চুরির ঘটনাটি ঘটে। তবে তিনি কারো নাম বলতে চায়নি । নাম প্রকাশে না করে তিনি আরো বলেন, আমার দোকানে এসে এক ক্রেতা মালামাল ক্রয়ের সময় দরকষাকষি ও দীর্ঘ দিনের পাওনা টাকা চাওয়া নিয়ে ঝগড়ায় করে এবং বাকবিতন্ডার একপর্যায়ে দোকানের কর্মচারীকে বেদম মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকিসহ বাজারে তাকে ব্যবসা করতে দেবে না বলে শাশিয়ে রায় । যার ভিডিও ফুটেজ এখনো ভুক্তভোগী সংরক্ষণ করে রেখেছেন। এব্যাপারে স্হানীয় বাজার ব্যবস্হাপনা কমিটির কাছে লিখিত অভিযোগ করলে উভয় পক্ষকে মৌখিকভাবে মীমাংসা করে দেন। এছাড়া গত এক সপ্তাহ পূর্বে ভালুকা চাঁদপুর বাজারে জাহাঙ্গীর হোসেনের নির্মাণাধীন বিল্ডিং থেকে একটা টিউবওয়েলসহ বিভিন্ন জায়গায় হরহামেশাই চুরি হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। অদ্যবদি চুরি হওয়া এসব জিনিস পত্রের কোন হদিস পাওয়া যায়নি । সুশৃংখল গ্রামটিতে চুরি যেন বর্তমানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । হরহামেশায় চুরির কোন সঠিক সুরাহা না হওয়ায় এলাকার সুশীল সমাজ আজ দিশেহারা। এছাড়া ফিংড়ি, ব্রহ্মরাজপুর এবং ধুলিহর ইউনিয়নের বিভিন্ন জায়গায় চুরি হওয়া যেন নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ায় দিন দিন চোরচক্র নির্ভয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন এলাকাবাসী। ভালুকা চাঁদপুর বাজারের চুরির বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী নয়ন সাধুকে সকল প্রকার আইনি সহায়তা দেবেন বলে আশ্বস্থ করেন। পাশাপাশি তিনি বাজার ব্যবস্হানা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মিঠু কে দ্রুত বাজারে নৈশ প্রহরী নিয়োগ করার পরামর্শ দেন। এব্যাপারে ভুক্তভোগীসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ও সচেতন এলাকাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির জোরদাবি জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply