December 3, 2023, 2:45 pm

দেবহাটায় নিয়মিত মামলার তিন আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, স্ত্রী ও শ্যালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় দ্য পেনাল কোড ১৮৬০ এর ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৫০৬ (২) ধারায় দায়েরকৃত মামলার (নং-০৩) আসামী উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের শ্রী রামপদ দাসের ছেলে মাদক ব্যবসায়ী শেখর দাস (৫০), ৫ জুন ৪৫৭/৩৮০ পিসি ধারায় দায়েরকৃত মামলার (নং- ০৪) আসামী নুনেখোলা গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রাসেল মৃধা (২৩) এবং একই গ্রামের শামসুর মোড়লের ছেলে মোস্তাফিজুর রহমান (২৪)। দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে এসকল আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর