December 6, 2023, 10:06 pm

আলিপুরে ঘাতক ট্রাক কেড়ে নিলো আরো এক অবুঝ শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সংলগ্ন সাতক্ষীরা ভোমরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই সুন্দর পৃথিবীটাকে ভালো করে দেখার আগে পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হলো এই নিষ্পাপ শিশু টির। সবাইকে একদিন চলে যেতে হবে এটাই ঠিক কিন্তু এভাবে যাওয়াটা কোনো মা বাবা ও তার পরিবারের কাম্য নয়। মৃত্যু অহি ছিল মৃদুল ও হাফিজার এক মাত্র সন্তান। বয়স ছিল পাঁচ বছর । মা, নানা,নানী ও মামার সাথে বেড়াতে যাচ্ছি মায়ের নানার বাড়ি। সবাই ছিল ইন্জিন ভ্যানের যাত্রী । ভ্যানের চালক ছিল তার নানা। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাহমুদপুর বাজারে পৌছানো মাত্র সাতক্ষীরা দিক থেকে আসা ঘাতক ট্রাক তার নং ঢাকা মেট্রো ট- ১১৭৪৮৬ স্বজোরে ধাক্কা মারে ভ্যানটিকে। ধাক্কা লাগার সাথে সাথে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘাতক ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যায় শিশু অহি। প্রত্যক্ষদশীরা জানায় , ঘটনা স্থলে রাস্তার উপরে এক পাশে রাখা ছিল একটা ট্রাক এবং অপর পাশে রাখা ছিলো আর একটি টলি যেটা এই দুর্ঘটনার প্রধান কারণ । বেপরোয়া গতিতে গাড়ি চালানো অহরহ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর