December 6, 2023, 8:08 pm

দেবহাটায় নিয়মিত মামলা ও ওয়ারেন্টের দুই আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টমূলে দুই আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার ভোররাতে দেবহাটা থানার এসআই শোভন দাশ ও এএসআই আকিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় দায়েরকৃত মামলার আসামী রামনাথপুর গ্রামের মৃত আব্দুল কারিকরের ছেলে শওকত কারিকর (৪৫) এবং গৌরনদী থানার সিআর ১৭২/২১ মামলার আসামী বহেরা গ্রামের মৃত অহিদ গাজীর ছেলে আব্দুল বারি (৩৫)। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর