December 6, 2023, 9:01 pm

কালিগঞ্জের বিষ্ণুপুরে বিভিন্ন ওয়ার্ডে বেহাল দশা রাস্তার সংস্কার করলেন সমাজসেবক শেখ আব্দুল্লাহ

হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইট সোলিং রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ সভাপতি, সাবেক বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন এর ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।মঙ্গলবার (২২ শে আগস্ট) অত্র ইউনিয়নে বন্ধকাটি রবিউলের বাড়ি হতে গাজীপাড়া, বন্ধকাটি রেজওয়ানের বাড়ি হতে সরকার পাড়া, বন্ধকাটি জয়নালের বাড়ি হতে চৌমুহনী, বন্ধকাটি মোনায়ামের বাড়ি হতে ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ি,পারুলগাছা হাজির মোড় হতে আনসারের দোকান, চাঁচাই খ্রিস্টান মিশন হতে হাবিবুরের চায়ের দোকান পর্যন্ত ইট সোলিং এর রাস্তা মেরামত করে দিলেন শেখ আব্দুল্লাহ। প্রায় লক্ষ টাকা খরচ করে অবহেলিত জনপদের ভঙ্গুর গ্রামীন ইটসোলিং রাস্তা সংস্কারে ভূমিকা রাখায় সন্তোষ প্রকাশ করেছেন জন সাধারণ। এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমার ভাই উপজেলা আ’ লীগের সিনিঃ সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের মতো আমিও জনকল্যাণে কাজ করতে চাই। জাতীয় শোক দিবসের মাসে আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনার লক্ষে জনসাধারণের চলাচলের রাস্তা সংস্কার করে দিয়েছি। ইউনিয়নের বিভিন্ন ইটের সোলিং রাস্তা বেহাল দশা দেখে আমি ইউনিয়নের সন্তান হিসাবে আমার নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ করেছি যা অব্যাহত রাখতে চাই। আমার ভাইয়ের ও আমার জন্য এলাকাবাসীর নিকট দোয়া চাই।আমি এই ইউনিয়নে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর