নুরুল ইসলাম,খাজরা (আশাশুনি) প্রতিনিধি) আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মৎস্যজীবি জেলেদের মাঝে সরকারি সহায়তা হিসেবে ভিজিএফের ২য় দফায় চাউল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বর ও গদাইপুর দুটি পয়েন্টে এ চাউল বিতরণ করা হয়।ইউনিয়ন থেকে সমুদ্রগামীসহ মাছ আহরন করে জীবিকা নির্বাহকারী মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের মাঝে গদাইপুর পয়েন্টে খাজরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিম ও খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানার উপস্থিতিতে এ ভিজিএফ চাউল বিতরণ উদ্বোধন করেন।এসময় ইউপি সদস্য হাসমত ঢালী,মোছাঃ তহমিনা বেগম,মফিজুল ইসলাম,আনারুল ইসলাম,রিপন হোসেন,মৎস্যজীবি সমবায় সমতির ইউনিয়ন সভাপতি সুবোধ মন্ডল,মৎস্যজীবি দিপক সানা,প্রকাশ মন্ডল,পবিত্র মন্ডল,আশুতোষ মন্ডল,রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়,এদিন ইউনিয়নে ৩শ৬৭ জন মৎস্যজীবিকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
Leave a Reply