December 3, 2023, 2:25 pm

দেবহাটায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেবহাটায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পরিচালিত ও গাছের চারা বিতরণ করা হয়।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সাস দেবহাটা কেন্দ্রের সমন্বয়কারি ওয়ালিদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর