হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ শে আগস্ট) বিকালে উপজলোর ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ফুটবল মাঠে এ খেলায় চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন বিষ্ণুপুর ইউপি’র প্রায়ত সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান আ’লীগ নেতা শেখ রিয়াজ উদ্দিনের ভাই বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ। এসময়ে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের সহ সভাপতি বিশ্বজিৎ সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সেন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি ফিরোজ হোসেন লস্কর, সহ-সভাপতি মামুনুর রশিদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেনসহ আরো অনেকেই। টুর্নামেন্টে কুশুলিয়া ফুটবল একাদশ ৩-১ গোলে মৌতলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন তাপস কুমার সরকার, সরকারি রেফারী ছিলেন লাল্টু ইসলাম ও মনজুর এলাহি রুবেল। খেলার ধারাভাষ্যকার ছিলেন মিজানুর রহমান মিজান। পরে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ৫ হাজার ও পরাজিত দলকে ৪ হাজার টাকা প্রদান করা হয়।
Leave a Reply