আরিফুল ইসলাম আশাঃ সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৬ সেপ্টেম্বর জেলা ভূমিহীন সমিতির সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।শনিবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার চায়নাবাংলা শপিং সেন্টার এর সামনে জেলা ভূমিহীন সমিতির অফিসে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় জেলা ভূমিহীন সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণাও করা হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলি নুর খান বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করাহয়। এবং আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সম্মেলনের দিন ধার্য করাহয়।নবগঠিত ১৭ সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলি নুর খান বাবুল, যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান বাবু, সদস্য সচিব আব্দুর রহমান বাবু, সদস্য মোঃ আবদুস ছাত্তার মোড়ল, মোঃ লুৎফর রহমান টুকু, মোঃ হোসেন আলী, রফিকুল ইসলাম, মিলন রায়, মোঃ নজরুল ইসলাম টুকু, ফখরুল আহম্মেদ খান সাগর, মোছাঃ শরিফা খাতুন, মোছাঃ নুপুর, মোছাঃ নার্সিস, মোঃ আজিজার রহমান, মোঃ গোলাম সরোয়ার বাপ্পি, নাহিদ ইকবাল খান, মোঃ বেল্লাল হোসেন।
Leave a Reply