December 3, 2023, 2:35 pm

ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন ব্রিজের সামনে সড়কের বেহাল দশা, প্রতিনিয়ত পাসপোর্ট যাত্রীরা পড়ছে দুর্ঘটনার কবলে

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন ব্রিজের সামনে সড়কের বেহাল দশা।প্রতিনিয়ত পাসপোর্ট যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছে। ২৬ আগস্ট শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দ ইমিগ্রেশন সংলগ্ন ব্রিজের সম্মুখে রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে বোঝার উপায় নেই পানিতে জমে থাকা ছোট বড় গর্ত। প্রতিনিয়ত পাসপোর্ট যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছে। এ ব্যাপারে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ চরম উদাসীনতা ভূমিকা পালন করছে। দুর্ঘটনার শিকার ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিল পাড়া এলাকার আব্দুল খালেক জানান, আমরা সপরিবারে গত ৭ আগস্ট ভারতের মাদ্রাজে চিকিৎসার উদ্দেশ্যে গমন করি। অতঃপর চিকিৎসা নিয়ে গতকাল ২৫ আগস্ট ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার পার হয়ে বাংলাদেশ ভোমরা ইমিগ্রেশন সংলগ্ন ব্রিজের সামনে সড়কে বড় গর্তে ভ্যান উল্টে গিয়ে আমার অসুস্থ সহধর্মিনী শাকিলা ইয়াসমিন ৫৫ ভ্যান থেকে পড়ে যায়। এসময় সে বাম পায়ে গুরুতর আঘাত পান। এসময় আমাদের সাহায্য করার মত কেউ এগিয়ে আসেনি। আমার মেয়ে ও মেয়ের ছোট্ট বাচ্চা, আমার সহধর্মিনী সহ আমরা আতঙ্কিত হয়। খুব কষ্ট করে তাকে নিয়ে সাতক্ষীরা সদরের ডাক্তার ইব্রাহিম খলিলের চেম্বারে নিয়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার পায়ের এক্সরে করানো হয়। এক্সরে রিপোর্টে তার বাম পায়ের গোড়ালির হাড় দুই খন্ড হয়ে গেছে বলে ডাক্তার জানান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। খুব দুঃখজনক ঘটনা ভারত থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফিরতেই আবার চিকিৎসা নিতে হলো আমার সহধর্মিণীর। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি জানান,আর কোন পাসপোর্ট যাত্রী এ ধরনের দুর্ঘটনার স্বীকার না হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর