December 6, 2023, 8:58 pm

আশাশুনিতে উপজেলা চেয়ারম্যানের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময়

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো: আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নব গঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামাত দেশি-বিদেশী চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা আবারও আগুন সন্ত্রাস সৃষ্টি করতে পারে আপনারা সজাগ থাকেন ঐক্যবদ্ধ থাকেন। আমি অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থাকবো এবং বিএনপি জামাতের সকল প্রকার অগ্নি সন্ত্রাস ও নাশকতা আপনাদের সাথে নিয়ে প্রতিহত করা হবে। এছাড়া তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক তুলসী চন্দ্র পাল, ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সদস্য সচিব মৃন্ময় মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক সিদ্ধার্থ হালদার, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমলেশ সরকার, সদস্য সচিব পলাশ রায়, হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কাশীনাথ মন্ডল, ছাত্র পরিষদের নেতা সমিরন চক্রবর্তী, খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি পিউশ হালদার, সাধারণ সম্পাদক লালন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর