December 3, 2023, 2:02 pm

পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ৫শ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ ভারত থেকে চোরাপথে আসা ৮ কেজি ৫শ গ্রাম রুপার গহনা সাতক্ষীরা সীমন্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।বুধবার দুপুর দু’টোর দিকে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী নিমতলা এলাকার সরদার ব্রিকস নামক ইট ভাটার সামনে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা ওই রুপার গহনা উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিদুল ইসলাম জানান, নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে থানার এসআই ফকির জুয়েল রানা, এএসআই জিয়াউর রহমান, এএসআই আব্দুল হালিম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে ভাড়ুখালী নিমতলা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ৫শ গ্রাম ওজনের রুপার গহনা উদ্ধার করে।ধারনা করাহচ্ছে ভারত থেকে চোরপথে আনা রুপার গহনা গুলো পাচার করা হচ্ছিলো। পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারিরা রুপার গহনা ভর্তি ব্যাগ রেখে পালিয়ে গেছে। উদ্ধারকৃত রুপার গহনা বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ছিল। যাহার ওজন ৮ কেজি ৫শ গ্রাম, মূল্য ১১,৫৬,০০০/- (এগার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা। উদ্ধারকৃত রুপার গহনা সরকারি কোষাগার ট্রেজারি শাখায় বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে জমা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর