নিজস্ব প্রতিনিধি (কাপ্তাই) রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ির উপরপাড়া গ্রামের বাসিন্দা অজিত কুমার তনচংগ্যা সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। আরো নানাবিধ অন্যান্য কর্মকান্ডে স্থানীয় লোকজন উপকৃত হওয়ার পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয়রা বলেন কাপ্তাই উপজেলার অনন্য দৃষ্টান্ত হতে পারে অজিত কুমার তনচংগ্যা। জানা যায়,মৃত শ্লোক ধন তনচংগ্যার ছেলে অজিত কুমার তনচংগ্যা ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। ১২-১৪ বছর বয়স থেকেই অজিত কুমার তনচংগ্যা রাস্তার জঙ্গল পরিষ্কার, সাঁকো নির্মাণ ও পানি খাওয়ার ব্যবস্থা করে দিতেন। তিনি বস্ত্র অধিদপ্তরে ১৯৮৯ সালে চাকুরীতে যোগদান করেন। ২০১৬ সালে চাকরি থেকে সেচ্ছায় অবসর গ্রহণ করে তিনি সামাজিক ও ধর্মীয় সেবা মূলক কাজ করার জন্য নিজেকে সম্পৃক্ত করেন। তিনি বর্তমানে বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্হা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি, ওয়াগ্গা – সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,সাপছড়ি – ওয়াগ্গা শ্মশান রক্ষণাবেক্ষন ও উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক, সাপছড়ি উপরপাড়া পারিবারিক শ্মশান খলার সভাপতি পদে থেকে বিভিন্ন উন্নয়ন ও সেবা মূলক কাজে সহায়তা করে যাচ্ছেন। সাপছড়ি সড়কের ছোটখাটো ভাঙ্গন মেরামত করা,নিজে জঙ্গল পরিষ্কার করা ও নিজ অর্থায়নে মানুষ দ্বারাকাজ করে যাচ্ছেন। বড়ইছড়ি-ঘাগড়া সড়কের সাপছড়ি এলাকায় মানুষের ব্যবহারের জন্য জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু দীপ্তিময় তালুকদার, কয়েকজন দোকানদার ও নিজের আর্থিক অনুদানে একটি টয়লেট নির্মান করেন। দুই সন্তানের জনক অজিত কুমার তনচংগ্যার মেয়েল চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি থেকে ভেটেরিনারি মেডিসিনে স্নাতক সম্পন্ন করেন।পরে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি,চিটাগাং থেকে মাস্টার্স ইন পাবলিক হেলথ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাতিসংঘ ইউএনএফপিএ কক্সবাজারে কর্মরত আছেন। ছেলে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ঢাকা থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কাপ্তাই উপজেলায় কর্মরত আছেন।
Leave a Reply