December 3, 2023, 1:14 pm

আশাশুনিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:আশাশুনিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার এস, এম এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান এস, এম হোসেনুজ্জামান হোসেন, আবু দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, শেখ মিরাজ আলী, জগদীশ চন্দ্র সানা, রুহুল কুদ্দুস, আরডিও আবু বেল্লাল হোসেন সহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর