December 6, 2023, 9:23 pm

মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসএসি পরীক্ষার্থী নিহত, আহত ১

মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মাহিদ হাসান (২১) নামে এক মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তুষার (২০) নামে অপর এক শিক্ষার্থী। তারা দু‘জন পাকশিয়া আইডিয়াল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বাড়ি থেকে নাভারন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় শার্শা-কাশিপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত মাহিদ হাসান উপজেলার বেলতা গ্রামের গোলাম রব্বানি মিয়ার ছেলে ও আহত তুষার পাকশিয়া গ্রামের বিপুল মিয়ার ছেলে। তারা দু‘জন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, দুই বন্ধু মাহিদ ও তুষার মোটরসাইকেলে করে সকালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। নাভারন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথিমধ্যে শার্শা-কাশিপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মাহিদ হাসানকে মৃত ঘোষনা করেন কর্মরত চিকিৎসক এবং উন্নত চিকিৎসার জন্য আহত তুষারকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালের আনার আগেই একজন মারা যায়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন নিহত ও একজন আহত হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। এটা একটি দুর্ঘটনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর