December 3, 2023, 2:34 pm

কালিগঞ্জে ডি.এম.সি ক্লাবে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি

হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জের ডিএমসি ক্লাবে লক্ষ টাকার ৪ দলীয় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধনী খেলায় মৌতলা নামাজগড় ফুটবল একাডেমি ও শ্যামনগর ফুটবল একাডেমি একে অপরের সাথে জোর প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল না করায় টাইব্রেকারে মৌতলা নামাজগড় ফুটবল একাডেমি ১-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে। খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু , বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, ধলবাড়িয়া আ’লীগের সভাপতি সজল মুখার্জি প্রমুখ। খেলাটিতে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি বাবলা আহমেদ, সহ-সভাপতি রেজাউল হক, সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ-সম্পাদক মাসুম হাসান, ক্রীড়া সম্পাদ মোঃ আব্দুস সালাম, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক শোকর আলী, সহ সাহিত্য সম্পাদক হাবিব উল্লাহ, সদস্য মীর সুলতান, শহিদুল ইসলাম বাবু, প্রসেনজিৎ ঘোষ, আব্দুল আলিম সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন শেখ মুমিনুর রহমান ও আশিক ইলাহী বাবু। ধারাভাষ্যকার ছিলেন আন্তর্জাতিক ভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও জেলা ভাষ্যকার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এম আর মোস্তাক। খেলাটিতে হাজার হাজার দর্শকের সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর