December 3, 2023, 2:55 pm

আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো: আশাশুনিতে স্থানীয় সরকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষি অফিসার এস, এম এনামুল হকের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার এস, এম আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার সোহাগ হোসেন, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, মহিলা অধিদপ্তর এর প্রশিক্ষক শারমিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত উপকারভোগীগন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস মেলা করার সিদ্ধান্ত গ্রহীত হয়। মেলায় জনসাস্থ্য প্রকৌশল, এলজিইডি, কৃষি অফিস, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর স্টল বসাবেন। উল্লেখ্য, মেলায় জন্ম ও মৃত্যু সনদ প্রদান, ফ্রি চিকিৎসা সেবাসহ বিভিন্ন দপ্তরের সেবা সমূহ প্রদর্শন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর